সোহানুল হক পারভেজ ( তানোর রাজশাহী):
রাজশাহীর তানোরে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির মাঝে কৃষি যন্ত্রপাতি পাওয়ার টিলার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। জানা গেছে, চলতি বছরের ৩১ আগস্ট সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসুচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে সমতলের ক্ষুদ্র-নৃ-জনগোষ্ঠির মাঝে ৪টি পাওয়ার টিলার ও ৩০টি বাইসাইকেল বিতরণ করা হয়। স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পাওয়ার টিলার ও বাইসাইকেল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুশান্ত কুমার মাহাতো,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান,উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবু ররহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,কাঁমারগা ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক,কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, সরনজাই ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, আবুল বাসার সুজন,মোর্শেদুল মোমেনিন রিয়াদ, তানভির রেজা ও জাহাঙ্গীর আলম প্রমুখ।প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার, কৃষি ও কৃষকের ভাগ্যর উন্নয়নে তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী দিনে প্রতিটি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে হবে নইলে আপনারা এসব উন্নয়ন থেকে বঞ্চিত হবেন। এর আগে উপজেলা সমন্বয়ন কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। এ সময় ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3jvIYa7
Post Come trough : নাচোল নিউজ