সানি লিওন-মিয়া খলিফার পর এবার কলেজের মেধাতালিকায় নেহা
সাম্প্রতিককালে আঁখ মারে, ও সাকি সাকি, দিলবর, চিজ বরি, কালা চশমার মতো বেশকয়েকটি সুপারহিট গানের সৌজন্যে বলিউডে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন নেহা।
বিনোদন ডেস্কএই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর নাম এ বার রাজ্যের আর একটি কলেজের মেধা তালিকায় উঠে এল। সেই বিভ্রান্তিকর মেধাতালিকা ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরই এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদায়। অভিযোগ জানানো হয়েছে সাইবার ক্রাইম বিভাগে।
আশুতোষ কলেজ, বজবজ কলেজ, বারাসত গভর্নমেন্ট কলেজের পর মালদার একটি কলেজ। মেধাতালিকা বিভ্রাটের নবতম সংযোজনে নাম জড়াল আর এক সেলিব্রিটির। আঁখ মারে খ্যাত সঙ্গীতশিল্পী নেহা কক্করের নাম জ্বলজ্বল করছে মালদার কলেজের মেধাতালিকায়। সেই মেধাতালিকায় ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মালদার মানিকচক কলেজে বিএ পাস্ কোর্স, এডুকেশন ও ইংরেজি অনার্সের মেধাতালিকায় সবার উপরে রয়েছে নেহা কক্করের নাম। বিষয়টি নজরে আসার পরই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নেহার নাম মেধাতালিকা থেকে সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে।'
সাম্প্রতিককালে আঁখ মারে, ও সাকি সাকি, দিলবর, চিজ বরি, কালা চশমার মতো বেশকয়েকটি সুপারহিট গানের সৌজন্যে বলিউডে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন নেহা কক্কর। তিনি এই মুহূর্তে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া প্লেব্যাক শিল্পীদের মধ্যে একজন।
আশুতোষ কলেজের ইংরেজি বিভাগের মেধা তালিকায় নাম উঠেছিল প্রাক্তন পর্নস্টার তথা বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনির। আর তারপর থেকেই দানা বাঁধে বিতর্ক। রাজ্যজুড়ে এই নিয়ে হইচই পড়ে যায়। এরপর তদন্তে নামে কলেজ কর্তৃপক্ষ। 'নকল' সানি লিওনিকে চিহ্নিত করে লালবাজারে অভিযোগ জানানো হয়। আশুতোষের মেধাতালিকায় প্রথম নাম! কী বললেন সানি লিওনি? তবে আশুতোষ কলেজের 'সানি' বিতর্ক মেটার আগেই দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজের ইংরেজি অনার্সের মেধা তালিকায় সানি লিওনির নাম প্রকাশিত হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র হাসাহাসি। এরপর বারাসত সরকারি কলেজের ইংরেজি অনার্সের প্রভিশনাল মেরিট লিস্টেও সানি লিওনির নাম ওঠে। পরপর এমন ঘটনায় সাধারণ ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক সমাজে ছড়িয়ে পড়ে ক্ষোভ।
কলেজের ঐতিহ্য এবং সুনামকে কর্দমাক্ত করার সুপরিকল্পিত প্রয়াস বলে অভিযোগ করে বারাসত গভর্নমেন্ট কলেজ কর্তৃপক্ষ। বারাসত থানাতে অভিযোগ করা হয়। কলেজ কর্তৃপক্ষের দাবি, 'পর্নস্টারদের নাম যে রোল নম্বরের সঙ্গে চ্যাট করা হয়েছে, সেই নম্বরগুলি আসলে কলেজেরই ছাত্র-ছাত্রীদের। তাঁদের সঙ্গে পর্নজগতের কোনও যোগসাজশ নেই। শুধু আমাদের কলেজই নয়। অন্য আরও বেশ কিছু কলেজ এই ষড়যন্ত্রের শিকার। এই ঘটনার মূলে যে বা যারা রয়েছে, তাদের খুব শীঘ্রই শনাক্ত করার প্রয়োজন।' এ বার এই বিতর্কে নয়া মাত্রা যোগ করল নেহা কক্করের নাম মেধাতালিকায় উঠে আসা।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ift.tt/2QDiiI3
Post Come trough : PURBOPOSHCIMBD