ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামী বুধবার(২ সেপ্টেম্বর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যা পৌনে৬টার দিকে মারা যান প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিল ৮৪ বছর। প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রণব মুখার্জির মৃত্যুতে অভিভাবক শুন্য হয়ে পরেছেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
এর আগে ফুসফুসে সংক্রমণের কারণে প্রণব মুখার্জি সেপটিক শকে আছেন বলে জানায় দিল্লির হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর গভীর কোমায় চলে যান ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। এর মধ্যে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়ে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3baVwRq
Post Come trough : নাচোল নিউজ