রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ফের থ্রিজি-ফোরজি চালু
নিজস্ব প্রতিবেদকএগারো মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইন্টারনেট সেবা থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু করেছে মোবাইল অপারেটরগুলো।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে বিটিআরসির নির্দেশনা পেয়ে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক সেবা চালু করা হয়।
এ বিষয়ে মোবাইল অপারেটর রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরী অফিসার সাহেদ আলম বলেন, শুক্রবার সকাল সোয়া ১০টায় বিটিআরসির নির্দেশনা পেয়ে আমরা সকাল ১১টায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কক্সবাজারের কিছু অংশ, উখিয়া ও টেকনাফ উপজেলায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু করি।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর টেকনাফ ও উখিয়া এলাকায় থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক বন্ধ করতে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hFTtai
Post Come trough : PURBOPOSHCIMBD