ব্রাজিলে করোনায় মৃত্যু লাখের কাছে
বার্তা সংস্থা এএফপি, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ৯৭ হাজার ৪১৮ জনে দাঁড়িয়েছে। বৈশ্বিক মৃত্যুর তালিকায় দ্বিতীয়স্থানে আছে লাতিন আমেরিকার দেশটি।
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের অন্যতম হটস্পট ব্রাজিলে মৃত্যুর সংখ্যা লাখের আরও কাছে চলে এসেছে। আর আড়াই হাজারের মতো মৃত্যু হলেও সংখ্যাটি ছয় সংখ্যার ঘরে পৌঁছাবে।
বার্তা সংস্থা এএফপি, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ৯৭ হাজার ৪১৮ জনে দাঁড়িয়েছে। বৈশ্বিক মৃত্যুর তালিকায় দ্বিতীয়স্থানে আছে লাতিন আমেরিকার দেশটি।
২১ কোটি ২০ লাখের জনগণের দেশটিতে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ফেব্রুয়ারিতে। সেখান থেকে মৃত্যুর সংখ্যা লাখে পৌঁছাতে সময় লাগছে পাঁচ মাস সময় লাগছে।
মৃত্যুর মতো আক্রান্তের তালিকায়ও বৈশ্বিক তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি, ২৮ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে।
করোনাভাইরাসে ব্রাজিল পর্যুদস্ত হয়ে পড়লেও তাতে গুরুত্ব নেই দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার দৃষ্টিতে করোনা সামান্য ফ্লু জাতীয় রোগ।
এদিকে, আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৪৯ লাখ ৭৩ হাজার। মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৬১ হাজার।
আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে ভারত, ১৯ লাখ ৬৩ লাখ। মৃত্যুতে পঞ্চমস্থানে আছে দেশটি, ৩৯ হাজার ৮০০ ছুঁই ছুঁই।
বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ১১ হাজার। সুস্থতার সংখ্যা ১ কোটি ২১ লাখ।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2XxHEv3
Post Come trough : PURBOPOSHCIMBD