কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ৮ লাখ টাকা চুরির অপবাদ দিয়ে নিজ বাড়ী থেকে বের করে দেয়া এক মাকে বাড়ীতে পৌঁছে দিয়েছে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান, বিপিএম এর নির্দেশে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এবং সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃদ্ধ মাকে ৮ মাস পর খুঁজে বের করেছে।
জানা গেছে, ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌহদ্দিটোলা গ্রামের বাসিন্দা নুরজাহান (৭৫) বৃদ্ধ মাকে তার মেয়ে মনোয়ারা (৪৫) ও জামাই দুরুল হুদা (৫০) ৭ মাস আগে ৮ লাখ টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে নিজ বাড়ী থেকে বের করে দেয়।
আরও জানা গেছে, বৃদ্ধার মেয়ে ও জামাই প্রতারণার মাধ্যমে তার ভিটামাটি ও ২বিঘা আবাদি জমি লিখে নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ নিয়ে এ সব তথ্যর সত্যতা জানা যায়। এই বৃদ্ধা নারীকে বের করে দেয়ার খবর চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় অনলাইন দৈনিক পত্রিকা চাঁপাই বার্তাসহ অন্য পোর্টালে প্রকাশিত হয়।
খবরটি প্রকাশিত হবার পর র্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান, বিপিএম এর দৃষ্টিগোচর হয়। এর পর র্যাব-৫ এর অধিনায়কের নির্দেশনায়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃদ্ধ নুরজাহানকে খুঁজে বের করেন।
শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের উপস্থিতিতে তাদের স্বাক্ষী নিয়ে বৃদ্ধাকে তার নাতি সেনাবাহিনীর সৈনিক মো. মোস্তাফিজুর রহমান (২২) এর জিম্মায় তুলে দেয়া হয়। যার লিখিতও নেয়া হয়।
এ ছাড়াও আর ভবিষ্যতে যেন বৃদ্ধার মেয়ে ও জামাই তার উপর নির্যাতন না করে এবং নির্যাতন করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে সেই শর্তে তাদের মুচলেকা নেয়া হয়। অবশেষে বৃদ্ধ মা ৮ মাস পর র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহায়তায় নুরজাহান খুঁজে পালো তার মাথা গোঁজার স্থায়ী ঠিকানা। -কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2EJONSv
Post Come trough : নাচোল নিউজ