ত্রিশালে বৃত্তিতে সেরা শুকতারা বিদ্যানিকেতন
সারাদেশ
ময়মনসিংহ প্রতিনিধি২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের সর্বাধিক বৃত্তি পেয়ে সুনাম কুড়িয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর শহরের শুকতারা বিদ্যানিকেতন।
পৌর শহরের দরিরামপুর ৮নং ওয়ার্ডে অবস্থিত শুকতারা বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় প্রথম বারের মতো অংশ গ্রহণ করে উপজেলায় সর্বোধিক ১১জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্তরা হলেন, সুবাইতা তাবাসসুম সুপ্তি, মাহমুদা আক্তার রিংকি, আফিফা মুবাসিরা বুশরা, আবিদা সুলতানা সারা, সাজিদা আফরিন লামিয়া, মেহেজাবিন তাসবি, সাহাদাৎ হাসান সাব্বির, ফারজানা খানম, সায়মা আহমেদ সামান্তা, গোলাম কিবরিয়া হিমেল, মোফাসিরুল হক।
শুকতারা বিদ্যানিকেতনের সভাপতি হাসান মাহমুদ বলেন, প্রথম বারের মতো এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে আমাদের শিক্ষার্থীরা অনেক ভাল ফলাফল অর্জন করায় তাদেরকে অভিনন্দন জানাই। আগত সময়েও এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন আকন্দ বলেন, পরিশ্রমের ফসল হচ্ছে এ ফলাফল। তিনি শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দের ভূমিকার কথাও বলেন তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/31F6ICt
Post Come trough : PURBOPOSHCIMBD