রাজধানীতে আজ তাপমাত্রা বাড়তে পারে
জাতীয়
নিজস্ব প্রতিবেদকদেশজুড়ে টানা বৃষ্টি হচ্ছে। বাদ যায়নি রাজধানী ঢাকাও। রাজধানীতে শুক্রবারও (২৮ আগস্ট) ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ঢাকাসহ সারাদেশেরই তাপমাত্রা কিছুটা কম। তবে আবহাওয়া অফিস বলছে, ঢাকায় আজকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (২৯ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৯০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/31F8yn3
Post Come trough : PURBOPOSHCIMBD