চাঁপাইনবাবগঞ্জ একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এই জেলার সীমান্ত এলাকা দিয়ে বেশিরভাগ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে। আর এই সকল মাদকদ্রব্য কিছু প্রসিদ্ধ মাদক ব্যবসায়ী বিভিন্ন উপায়ে ও কৌশলে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ২২ আগষ্ট ২০২০ ইং তারিখ রাত্রি আনুমানিক ২৩:৪০ ঘটিকায় চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কমলাকান্তপুর হাচা পাড়া ধৃত আসামীর বাড়ীর দক্ষিন পার্শ্বে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে (ক) ০২টি সাদা প্লাষ্টিকের বস্তায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল- ৫১০ বোতল (খ) মোবাইল সেট-০১টি, (গ) সীমকার্ড-০২টি এবং (ঘ) নগদ -৭,৮০০/- (সাত হাজার আটশত) টাকা সহ শীর্ষ মাদক ব্যাবসায়ী ১। মোঃ তাসির উদ্দিন (৩৮), পিতা-মৃত সাইফুদ্দিন বিশ্বাস, মাতা- মোসাঃ বিজলী বেওয়া, সাং-কমলাকান্তপুর, ওয়ার্ড নং-০৭, ইউপি-১৬ নং ছত্রাজিৎপুর, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশ, র্যাব-৫, রাজশাহী দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কমলাকান্তপুর হাচা পাড়ায় ০২টি সাদা বস্তায় ফেনসিডিল রক্ষিত আছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক রাত্রি ২৩:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত মাদক ব্যবসায়ী ১। মোঃ তাসির উদ্দিন (৩৮), পিতা-মৃত সাইফুদ্দিন বিশ্বাস, মাতা- মোসাঃ বিজলী বেওয়া, সাং-কমলাকান্তপুর, ওয়ার্ড নং-০৭, ইউপি-১৬ নং ছত্রাজিৎপুর, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে আসামীর বাড়ীর দক্ষিন পার্শ্বে ইটের সলিং রাস্তার উপরে থাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-৫১০ বোতল সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার নিকট হতে মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০২টি এবং নগদ-৭৮০০/- (সাত হাজার আটশত) টাকা সহ উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2Yt0Vho
Post Come trough : Nachole News | নাচোল নিউজ