হাবিবুল বারি হাবিব, নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম ও সবজির আড়ালে মাদক বহনের সময় বিপুল পরিমান ফেনসিডিল ও একটি পিকআপ সহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ।শনিবার (২২ আগষ্ট) বিকেল ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মেসার্স নয়ন ফিলিং ষ্টেশনের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলো ঢাকার আবদুল্লাহপুর এলাকার মোঃ শুকুর শেখের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শামীম শেখ (২২) এবং একই এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ রিপন (২০)।
শনিবার র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয় আম ও সবজির আড়ালে মাদক পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে র্যাব-৫ এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জেলার শিবগঞ্জ উপজেলার নয়ন ফিলিং ষ্টেশনের সামনে একটি পিকআপে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম শেখ ও রিপন কে ৬৮৭ বোতল ফেন্সিডিল ,১টি পিকআপ , ৮৫ কেজি আলু এবং ১০৫৬ কেজি আম সহ গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালের সাথে জড়িত। এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/34ok6Nb
Post Come trough : Nachole News | নাচোল নিউজ