আন্তর্জাতিক ডেস্কঃ
কেরালায় প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে। রোববার দিনভর আরও ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে রয়েছে ছ’মাস বয়সী একটি শিশু। এখনো কয়েকভাগে অব্যাহত তল্লাশি অভিযান। কেননা, ইদ্দুকি জেলায় নিখোঁজ রয়েছেন আরও ২৪ জন।
টানা বৃষ্টিপাতের পর শুক্রবার জেলাটিতে ঘটে ভয়াবহ ভূমিধস। তাতে ৩০টির মতো ঘরবাড়ি মাটিচাপা পড়ে, ভেসে যায় চারটি চা বাগান এলাকা। সে সময় ৮২ জন নিখোঁজের তথ্য দেয়া হয় প্রশাসনকে। এদের মধ্যে মাত্র ১২ বাসিন্দাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। কেরালা রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যক পরিবারকে দু’লাখ রূপি ক্ষতিপূরণের আশ্বাস দেয়া হয়েছে।
মঙ্গলবার পর্যন্ত কেরালার বিভিন্ন জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অধিদফতরের।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/30FCoat
Post Come trough : Nachole News | নাচোল নিউজ