গতি ফিরেছে ইন্টারনেটে
জাতীয়
পূর্বপশ্চিম ডেস্কসাবমেরিন কেবলের জটিলতায় রোববার (৯ আগস্ট) সকাল থেকে দেশের ইন্টারনেটে ধীরগতি ছিল। দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন মেরামত শেষে প্রায় ১২ ঘণ্টা পর স্বাভাবিক গতিতে ফিরেছে ইন্টারনেট।
রোববার মধ্যরাত থেকে ইন্টারনেটের স্বাভাবিক গতি পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, রাত ১২টার পর মেরামত শেষে পুনরায় স্বাভাবিক গতি ফিরে এসেছে ইন্টারনেটে।
এর আগে, দুপুরে বালু তুলতে গিয়ে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন ক্ষতিগ্রস্ত হয়। তখন মশিউর রহমান জানিয়েছিলেন, স্থানীয় লোকজন এক্সকাভেটর দিয়ে বালু তুলতে গিয়ে সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাই ও অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত করেছে। বিএসসিসিএল এর মেরামতের কাজ করছে। মেরামত শেষ হলে স্বাভাবিক গতিতে ফিরবে ইন্টারনেট।
সাবমেরিন কেবল সমস্যায় দেশের ইন্টারনেটে ধীরগতি
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/31Fvoto
Post Come trough : PURBOPOSHCIMBD