অযৌক্তিকভাবে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে: লেবার পার্টি
নিজস্ব প্রতিবেদকপ্রাণঘাতী করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার ক্ষতি পুষিয়ে নেওয়ার অজুহাতে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। বুধবার (২৬ আগস্ট) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত যুক্ত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে লেবার পার্টির নেতারা বলেন, দেশবাসীর আপত্তি সত্ত্বেও সরকার করোনার অযুহাতে অযৌক্তিকভাবে বাস ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করেছিল। কিন্তু এখন বাসে যাত্রীদের জন্য ন্যূনতম স্বাস্থ্যবিধি প্রতিপালনের কোনো ব্যবস্থা নেই। অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে। দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছে। এ অবস্থায়ও ৬০ শতাংশ অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের ওপর জুলুম। একই পরিবারের যাত্রীদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে না।
নেতারা আরো বলেন, পৃথিবীর দুই শতাধিক রাষ্ট্রে করোনা সংক্রমণ হয়েছে। কিন্তু কোনো দেশে গণপরিবহন বা বাস ভাড়া বৃদ্ধির নজির নেই। অথচ বাংলাদেশে জনগণের কাছ থেকে অযৌক্তিকভাবে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/3lj2eJA
Post Come trough : PURBOPOSHCIMBD