টানা দুদিন করোনায় মৃত্যুহীন চট্টগ্রাম
সারাদেশ
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামে গত দুদিনে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে কারো মৃত্যু হয়নি। তবে এপর্যন্ত ২৬৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৮ জনে।
বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৫৬ জন ও ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৪ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবের ২৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৬ জন ও উপজেলা পর্যায়ের ২ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জন ও উপজেলা পর্যায়ের ১৩ জন বাসিন্দার করোনা মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জন ও উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষায় করোনা মিলেনি কারোর।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২০ জনের মধ্যে পটিয়ার ১, বোয়ালখালীর ১, রাউজানের ৪, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ৭, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ২ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৬৮৮ জনের মধ্যে নগরের ১১ হাজার ৮৪৬ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৮৪২ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২৬৫ জনের মধ্যে নগরের ১৮৪ জন ও উপজেলার ৮১ জন বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কতজন করোনা রোগী সুস্থ হয়েছে তার তথ্য জানায়নি সিভিল সার্জন অফিস। এখন চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ১২ হাজার ১১৫ জন করোনা রোগী। তারমধ্যে হাসপাতালে সুস্থ হয়েছে ২ হাজার ৭১৬ জন এবং বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৯ হাজার ৩০৬ জন করোনা রোগী।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3b0QcQC
Post Come trough : PURBOPOSHCIMBD