গতকাল ৬ আগস্ট বৃহস্পতিবার ফ্রান্সের উওরপশ্চিমের লে হাব শহরের ব্রাড-ব্যানক পপুলায়ার ব্যাংকের ভিতরে ঢুকে অস্ত্রধারী সবাইকে জিম্মি করে রাখে ।
বিকাল ৫ টা থেকে ব্রাড-ব্যানক পপুলায়ার ব্যাংক থেকে জিম্মি উদ্ধারের কাজ অব্যাহত রেখেছে স্থানীয় পুলিশ ও আইন প্রশাসন
। বিকালে শুরু হয়ে সন্ধ্যার পর এই সংকট শেষ হয় এবং এতে ৬ জন উদ্ধার করা হয় ।
জিম্মিকারীরা কোনো গুলি ছোড়েনি বা কাউকে আহতও করেনি ।
ফ্রান্স পুলিশ দাবী করেছে জিম্মিকারীরা তিনটি দাবী করেছে-
তার মধ্যে প্রথম দাবী হচ্ছে সকল ফিলিস্তিনি বন্ধিদের ইহুদিবাদী ইসরাইলের কারাগার থেকে মুক্তি দিতে হবে ।
২য় দাবী হচ্ছে মুসলমানদের পবিত্র আল আকসা ও জেরুজালেম ইসরাইলি দখল থেকে মুক্তকরা । তিন নাম্বার পয়েন্ট হচ্ছে মিডিয়াতে তাদের দাবীগুলো প্রচারিত হোক । জিম্মি সংকটের অবসান করে জিম্মিকারীদের অবশেষে বিনা রক্তপাতে গ্রেফতার করেছে ফ্রান্স পুলিশ ।
লে হাভরের মেয়র এডুয়ার্ড ফিলিপ উদ্ধার কাজ সফল করার জন্য “কৃতজ্ঞতা” প্রকাশ করেছেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী টুইটারে পোস্ট করা একটি বার্তায় “রাষ্ট্রীয় পরিষেবাদি, জাতীয় পুলিশ এবং রাইড পুলিশকে” অভিনন্দন এবং ধন্যবাদ প্রকাশ করেছেন।
তিনি বলেন – তারা “আমাদের সহকর্মীদের পরিষেবাতে অসাধারণ কাজ করেছে তাই গর্বিত এবং কৃতজ্ঞ”।
ফ্রান্স বাংলা- ০৭/০৮/২০২০
The post ফ্রান্সে ব্যাংকে ঢুকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি , ৬ জনকে উদ্ধার! appeared first on France Bangla News সত্য প্রকাশে নির্ভীক | Online Bangla Newspaper Of Bangladesh.
Post Written by : নিউজ ডেস্ক
Original Post URL : https://ift.tt/3kkvjE9
Post Come trough : France Bangla News সত্য প্রকাশে নির্ভীক | Online Bangla Newspaper Of Bangladesh