শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যা: আরও তিন কর্মকর্তা বরখাস্ত
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় কারাবন্দি আরও তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মারধরে অংশ নেয়া ৮ কিশোরের গ্রেপ্তারের আবেদন মঞ্জুর। .
সোমবার সন্ধ্যায় প্রবেশন অফিসার মাসুম বিল্লাহ, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলমের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে সমাজ সেবা অধিদপ্তর।
এদিকে শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোরদের মারধরে অংশ নেয়া কেন্দ্রের ৮ কিশোরকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত র্কমর্কতা বন্দি থাকা আট কিশোরকে শ্যোন অ্যারেস্টের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত কমিটি কারাগারে আটক শিশু উন্নয়ন কেন্দ্রের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের মারপিটের ঘটনায় তিন ‘বন্দি’ কিশোর নিহত হয়। এসময় আহত হয় অন্তত ১৭ জন। এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তর দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকেও তদন্ত কমিটি করা হয়।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ift.tt/3181RK5
Post Come trough : PURBOPOSHCIMBD