প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি
স্পোর্টস ডেস্কচ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে পা রাখলো নেইমার-এমবাপে-ডি মারিয়ার দল পিএসজি। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লাইপজিগের বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত এক জয় তুলে ফাইনালে পা রাখের তারা।
উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের ম্যাচে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ১৩তম মিনিটে ডি মারিয়ার ফ্রি-কিক থেকে হেড করে লাইপজিগের জালে বল পাঠান মার্কিনিয়োস।
১-০ গোলে এগিয়ে গিয়ে খেলার গতি আরও বাড়িয়ে দেয় পিএসজি। ফলে প্রথমার্ধেই আরও এক গোলের দেখা পায়। বিরতির আগে ম্যাচের ৪২তম মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। লাইপজিগের গোলবারের সামনে গড়বড় পাকানো অবস্থায় নেইমারের ফ্লিক থেকে বল জালে পাঠান ডি মারিয়া।
দুই গোলে এগিয়ে থেকে বিরতি যাওয়া পিএসজির সামনে আরও গোল করার সুযোগ ছিল। নেইমারের ভুলে সেটি আর হয়নি। ম্যাচের শুরুতেই এমবাপের থ্রু পাস থেকে গোলের সামনে গিয়েও গোল করতে পারেননি নেইমার। নেইমারের নেওয়া ফ্রি-কিক বারপোস্টে লেগে ফিরে যায়।
বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে আরও এগিয়ে যায় পিএসজি। দলের হয়ে তৃতীয় গোলটি করেন জুয়ান বার্নাট ভেলাস্কো।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ift.tt/3kXgSGe
Post Come trough : PURBOPOSHCIMBD