নির্বাচনের শেষটুকু কখনো জানতে পারবেন না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কনভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই নির্বাচনের শেষটুকু আপনারা কখনো জানতে পারবেন না, আমার মতে, কয়েক সপ্তাহ, মাস, অনেক বছর বা হয়তো কখনোই নয়।
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে বেশ কিছু জরিপে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের আগে এক বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি বলেন, এ বছর শেষের আগে নির্বাচনের ফলাফল জানতে না পারলে, পাগল ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, জানেন নিশ্চয়ই?
এর আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রে যে ‘অন্ধকার সময়’ চলছে, তার অবসান ঘটাবেন বলে অঙ্গীকার করেছেন।
ডেলাওয়্যারে ডেমোক্র্যাটিক কনভেনশনের শেষে এক বক্তব্যে বাইডেন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রকে অন্ধকার চাদরে ঢেকে রেখেছেন, তিনি অনেক বেশি রাগ, অনেক বেশি ভয়, অনেক বিভাজন তৈরি করেছেন। ’
এসময় করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপ নিয়েও সমালোচনা করেন বাইডেন।
এদিকে, ট্রাম্প বলেছেন, বাইডেন যেখানে ‘যুক্তরাষ্ট্রের অন্ধকার’ দেখছেন, তিনি সেখানে ‘যুক্তরাষ্ট্রের মহিমা’ দেখছেন। সূত্র: স্কাই নিউজ।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/2EhQ6bg
Post Come trough : PURBOPOSHCIMBD