দক্ষিণ সুদানে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্কদক্ষিণ সুদানে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। জুবা বিমানবন্দরের কাছে ওড়ার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানটি। প্রত্যক্ষদর্শীর বরাতে এ খবর জানিয়েছে চীনের বার্তা সংস্থা শিনহুয়া।
বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আপার নীল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জোসেফ মায়োম ফোনে শিনহুয়াকে জানান, একজন আরোহীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, আমি যা দেখেছি, তাতে ব্যথায় চিৎকার করতে থাকা এক যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ১৫ জন আরোহী ও দুজন ক্রুর লাশ দেখেছি আমরা, মোট ১৭ জন।
সাউথ ওয়েস্ট এভিয়েশনের বিমানটি জুবার হাই রেফারেন্ডার আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানে তখনও দাউ দাউ করে আগুন জ্বলছিল বলে জানান মায়োম।
জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কার কুল জানান, সকাল ৯টায় বিমানটি বিধ্বস্ত হয়। একটি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন নিয়ে আবেইল ও ওয়া শহরের দিকে যাচ্ছিল এই বিমান। এছাড়া বিমানটিতে মোটরবাইক, কিছু যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী ছিল। আর কোনও আরোহী ছিলেন না বলেছেন কুল।
বিমানবন্দরের এই কর্মকর্তা বলেছেন, ঠিক কতজন আরোহী হতাহত হয়েছেন কিংবা জীবিত উদ্ধার করা গিয়েছে তা সঠিক জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে স্পষ্ট তথ্য পেলেই বিস্তারিত জানানো যাবে বলেছেন কুল।
২০১৮ সালে দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় হ্রদ এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর গত বছরের এপ্রিলে এক ঘোষণায় দক্ষিণ সুদানিজ প্রেসিডেন্ট সালভা কির ২০ বছরের বেশি সময় ধরে যাত্রী বহন করা বিমান নিষিদ্ধ করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3giR97T
Post Come trough : PURBOPOSHCIMBD