নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে আরও নতুন করে ১৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে সদর উপজেলার ১৪ জন, শিবগঞ্জ উপজেলার ৪ জন ও ভোলাহাট উপজেলার ১ জন।
সিভিল সার্জন জানিয়েছেন, এ নিয়ে ১৫ আগস্ট শনিবার পর্যন্ত মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৫৮৮ জন। ৫৮৮ জনের ভেতর সুস্থ হয়েছেন ৩৭২ জন। বাকীদের চিকিৎসা চলছে। আর মারা গেছে নারীসহ ১০ জন।রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৬৬ টি পরীক্ষার বিপরীতে ১৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।
চাঁপাইনবাবগঞ্জ সরদ উপজেলায় ১৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরা হচ্ছে, পৌর এলাকার ১৩ নং ওয়ার্ডের পিটিআই মাস্টার পাড়ার ৩৪ বয়সের ১ ব্যক্তি, বারঘরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তাঁতীপাড়ার ৬৫ বয়সের ১ বৃদ্ধ, পৌর এলাকার ১৪ নং ওয়ার্ড চাঁদলাই জোড় বাগানের ৪০ বছর বয়সের ১ জন, ১২ নং ওয়ার্ডের চরমোহনপুর এলাকার ২৪ বছর বয়সের ১ নারী।
বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ২৫ বছর বয়সের ১ জন। তার বাড়ি ভোলাহাট উপজেলায়। বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে আইসোলেশনে আছেন। পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের দ্বারিয়াপুর বিশ্বাস পাড়ার ৫৮ বছরর ১ বৃদ্ধ।
পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের আজাইপুর মহল্লার ৩২ বছর বয়সের ১ যুবক, আধুনিক সদর হাসপাতালের ১ জন সিনিয়র স্টাফ নার্স। তার বাড়ি নাটোর জেলায়। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।
বারঘরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ২৮ বছর বয়সের ১ জন। তিনি সদর আধুনিক হাসপাতালের ডাক্তার। গোবরাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য। আশা ব্যাংকের একজন মাঠকর্মী। তার বাড়ি চরবাগডাঙ্গা ইউনিয়নে। বয়স ৪০ বছর।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের গাড়ীচালক করোনায় আক্রান্ত হয়েছে। তার বাড়ি বারঘরিয়া ইউনিয়ন এর লক্ষীপুরে। পৌর এলাকার ১৩ নং ওয়ার্ডের রেহাইচর এলাকার ৫৫ বছর বয়সের ১ জন বৃদ্ধা। ১৪ নল ওয়ার্ডের আজাইপুর মহল্লার ৬৫ বছরের আরেক বৃদ্ধা।
এদিকে শিবগঞ্জ উপজেলায় পজিটিভ রিপোর্ট এসেছে ৪ জনের। আর অন্য ১জন ভোলাহাট উপজেলার। শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জাহাঙ্গীর পাড়ার ৬৪ বছর বয়সের অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার, নামো বহলাবাড়ির ৪০ বছর বয়সের ১ জন ব্যবসায়ী, কানসাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শিবনগরের ৪৫ বছর বয়সের ১ গৃহিণী, লাউঘাটা ধাইনগর ৬ নং ওয়ার্ডের ৭০ বছর বয়সের ১ জন বৃন্ধা।
বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ২৮ বছর বয়সের ১ জন অফিস সহায়ক। তার বাড়ি ভোলাহাট উপজেলায়। বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটের ডরমেটরিতে আইসোলেশনে আছেন। -কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/322oKOm
Post Come trough : Nachole News | নাচোল নিউজ