অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় আজ গণশুনানি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। সকাল ১০টায় টেকনাফের শ্যামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে এই শুনানি শুরু হবে।
এ বিষয়ে ১২ আগস্ট সন্ধ্যায় একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। নির্ধারিত সময় প্রত্যক্ষদর্শীদের উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এদিকে গতকাল আলোচিত এ হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম শামলাপুরের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3iEjiaS
Post Come trough : Nachole News | নাচোল নিউজ