নিন্দা জানিয়ে যা বলেছে রিটায়ার্ড পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশন
জাতীয়
নিজস্ব প্রতিবেদকসেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার (১৭ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন করে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এই সংগঠনটি।
বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওয়ালিয়ার রহমান ও মহাসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘ওই ঘটনার পর ৫ আগস্ট কক্সবাজারে সেনাবাহিনী প্রধান এবং পুলিশ বাহিনীর প্রধান যৌথ সংবাদ সম্মেলন করে জানান, কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে ব্যক্তি দায়ী থাকবেন। প্রতিষ্ঠান দায় নেবে না। দুই বাহিনীর প্রধানদের এমন বক্তব্য সংশ্লিষ্ট বাহিনীর মধ্যে বিশেষ করে পুলিশ বাহিনীর মধ্যে ইতিবাচক প্রভাব পড়তে থাকে। কিন্তু ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক্ মিডিয়াকে ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তৎপর রয়েছে। যা মোটেই কাঙ্ক্ষিত নয়। এতে দুই বাহিনীর প্রধানদের অসম্মান করা হয়।’
বিবৃতিতে বলা হয়, ‘পুলিশের কার্যক্রম পরিচালিত হয় দেশের বিধি-বিধান, আইন ও বাংলাদেশের সংবিধানের আলোকে। সেখানে অন্য কোনোভাবে পুলিশি কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। দেশের সাধারণ জনসাধারণের মতো বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও মেজর সিনহা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি জানাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, ‘দেশের গুরুত্বপূর্ণ দুটি পেশাদার বাহিনীকে মুখোমুখি দাঁড় করাবার চেষ্টায় যারা লিপ্ত, তারা দুই বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশের ও জনগণের অব্যাহত অগ্রগতিকে থামিয়ে দিয়ে নিজেদের লাভের অপচেষ্টায় লিপ্ত। এদের থেকে সকলকে সতর্ক থাকতে হবে।’
প্রসঙ্গত, দুই বছর আগে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া সিনহা মো. রাশেদ খান ‘লেটস গো’ নামে একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য গত প্রায় একমাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় ছিলেন। আরো তিন সঙ্গীকে নিয়ে তিনি উঠেছিলেন নীলিমা রিসোর্টে। গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে তিনি নিহত হন।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের কথা জানিয়ে সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, সিনহা তার পরিচয় দিয়ে ‘তল্লাশিতে বাধা দেন’। পরে ‘পিস্তল বের করলে’ চেক পোস্টে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে। এই ঘটনায় পুলিশ মামলাও করে। তবে পুলিশের এই ভাষ্য নিয়ে প্রশ্ন দেখা দিলে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের প্রতিনিধি নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে সিনহাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে কক্সবাজারের আদালতে মোট ৯ পুলিশকে আসামি করে মামলা করেন তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আদালতের নির্দেশে মামলাটি টেকনাফ থানায় নথিভুক্ত হয়। এই হত্যা মামলায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে ১ নম্বর এবং টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে দুই নম্বর আসামি করা হয়। অন্য আসামিরা হলেন- এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া, এএসআই টুটুল ও কনস্টেবল মো. মোস্তফা।
এজাহারে সিনহার বোন অভিযোগ করেন, ওসি প্রদীপের ফোনে পাওয়া নির্দেশে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিয়াকত আলী গুলি করেছিলেন সিনহাকে। এ মামলার আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় ‘ইচ্ছাকৃত নরহত্যা’, ২০১ ধারায় আলামত নষ্ট ও মিথ্যা সাক্ষ্য তৈরি এবং ৩৪ ধারায় পরস্পর ‘সাধারণ অভিপ্রায়ে’ অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৩০২ ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ঘটনার সময় সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে (২১) মামলার প্রধান সাক্ষী করা হয়েছে। ঘটনার দিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ, মাদক ও অস্ত্র আইনের মামলায় তাকেও আসামি করা হয়।
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশপ্রধান বেনজীর আহমেদ কক্সবাজারে গিয়ে সেনা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, এই ঘটনায় যে এই ঘটনায় দায়ী হিসেবে যে বা যারা চিহ্নিত হবে, তারাই শাস্তি পাবে। এর দায় বাহিনীর উপর পড়বে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মঙ্গলবার সিনহার মা নাসিমা আখতারকে ফোন করে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন।
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ift.tt/34fGtod
Post Come trough : PURBOPOSHCIMBD