বার্সার অনুশীলনে ফিরেছেন মেসি। দলবদল নিয়ে নাটকীয়তার পর আর্জেন্টাইন মহাতারকার ক্যাম্পে ফেরায় স্বস্তি কাতালান শিবিরে। আসন্ন মৌসুমে দারুন কিছুর অপেক্ষা আছেন সমর্থকরা। তাদের বিশ্বাস, ক্লাবকর্তাদের সঙ্গে মনোমালিন্য প্রভাব ফেলবে না মেসির পারফর্মেন্সে। এদিকে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অধিনায়কত্ব ছেড়ে দিতে চান এলএমটেন। আর সেই জায়গায় নেতৃত্বে কার সম্ভাবনা আছে তারও আভাস মিলেছে।
বিরতির পর প্রি-সিজন ক্যাম্পে ফিরেছেন আগেও। ভিন্ন প্রেক্ষাপটে এবারের ফেরা যেন প্রত্যাবর্তন। দলবদল নিয়ে নাটকীয়তা শেষে প্রিয় তারকার জন্য অপেক্ষা ফুরিয়েছে সমর্থকদের। মেসি অবশেষে ফিরেছেন বার্সার অনুশীলনে।
গেল দুই সপ্তাহ যে চাপ গেছে তার ছাপ নেই শরীরি ভাষায়। অনুশীলনে মেসি একেবারে পুরোনো চেহারায়। আপাতত একাই প্রস্তুতি সারবেন। পরবর্তীতে যুক্ত হবেন দলগত অনুশীলনে। আর্জেন্টাইন মহাতারকার আগমণে যেন প্রাণ ফিরেছে কাতালোনিয়ায়।
একজন সমর্থক বলেন, মেসি বার্সার সেরা খেলোয়াড়। তার মতো কাউকে হয়তো আর দেখবো না। আমি চেয়েছিলাম সে থাকুক। দিনশেষে সেটিই হয়েছে। আরেকজন বলেন, মেসির মতো ফুটবলারের এমন সময় দেখতে হবে তা ভাবিনি। ওর জন্য খারাপ লেগেছে। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে। আর মেসির ক্যারিয়ার বার্সাতেই শেষ হবে।
আইনি লড়াই এড়িয়ে যেতে ইচ্ছের বিরুদ্ধে থেকে গেছেন আরো এক মৌসুম। দলে সমর্থন হারিয়েছেন সেই খবরও আছে তার কাছে। পরিস্থিতি বুঝেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন। তবে, এতকিছুর পরও মেসি নাম্বার ওয়ান হয়েই থাকবেন-তাতে সন্দেহ নেই সমর্থকদের।
মেসভিক্ত একজন বলেন, বার্সেলোনার মেসিকে দরকার। সে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ। তার সমমানের কোনো ফুটবলার বার্সাতে নেই। নিজের সিদ্ধান্ত নেয়ার অধিকার তার আছে। কিন্তু বার্সাতে থেকে যাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছি।
একবছর নয়, আরো বেশিদিন মেসি বার্সায় থাকবেন দাবি করে একজন বলেন, আমার বিশ্বাস মেসি নিজেকে উজাড় করে দিবেন, যেমনটা তিনি সাক্ষাতকারে বলেছেন। মেসি জানেন বার্সার জার্সি পড়া কতটা সম্মানের। আশা করি তিনি এখানে এক বছরের বেশি সময় থাকবেন।
মেসি নেতৃত্ব ছেড়ে দিলে অধিনায়কের আর্ম ব্যান্ড উঠবে বুস্কেটস-পিকের হাতে। এখন প্রশ্ন মেসিকে কিভাবে ব্যবহার করবেন কোম্যান? নতুন কোচের পরিকল্পনা বুঝতে সময় লাগবে আরো কিছুদিন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2R9sRCU
Post Come trough : নাচোল নিউজ