জুন-জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে করোনা শনাক্ত ও মৃত্যু দুটিই কিছুটা কমেছে। তবে আইইডিসিআর বলছে, প্রতিদিন অন্তত ২০ হাজার নমুনা পরীক্ষা না হলে শনাক্তের আসল চিত্র পাওয়া কঠিন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামলে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে ধারণা করা হয়।
৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। মার্চে মৃতের সংখ্যা ছিল পাঁচজন। এরপর সময় যত গড়িয়েছে বেড়েছে আক্রান্ত, সেইসঙ্গে বেড়েছে মৃত্যুও। তবে আগের দুই মাসের তুলনায় আগস্ট মাসে করোনা শনাক্ত ও মৃত্যু দুটিই কিছুটা কমেছে।
আইইডিসিআর এর তথ্য বলছে, জুন মাসে করোনা শনাক্ত হয়েছে ৯৮,৩৩০ জনের, আর মৃত্যু হয়েছে ১ হাজার ১ শো ৯৭ জনের। জুলাইয়ে শনাক্ত ৯২ হাজার ১৭৮ জন, করোনায় মারা গেছেন ১ হাজার ২৬৪ জন। আগস্টে শনাক্ত ৭৫ হাজার ৩৩৫ জন, আর মৃত্যু হয়েছে ১ হাজার ১৭০ জনের।
করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় জুনে শনাক্তের হার ছিল ২১ দশমিক ৪৯ শতাংশ। জুলাইয়ে এটি বেড়ে দাঁড়ায় ২২ দশমিক ৪৬ শতাংশে। তবে আগস্টে এটি কমে ২০ দশমিক ৯০ শতাংশে দাঁড়ায়। দেশে আগস্ট পর্যন্ত মোট করোনা শনাক্তের হার ২০.১৯ শতাংশ। আর মোট মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।
আইইডিসিআর এর তথ্য বলছে, মৃতদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ৪৮.৩৩ শতাংশ করোনা রোগী মারা যান আর সবচেয়ে কম মৃত্যু হয় ময়মনসিংহ বিভাগে ২.১০ শতাংশ। আর আক্রান্ত হওয়ার ২ থেকে ৩ সপ্তাহে মধ্যেই মৃত্যুর ঘটনা ঘটছে করোনা আক্রান্তদের।
বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক শনাক্ত ও মৃত্যু কিছুটা কমলেও করোনা থেকে বাঁচতে সচেতনতার কোন বিকল্প নেই।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী করোনা শনাক্তের সংখ্যায় চীন-ইটালিকে ছাড়িয়ে বিশ্ব তালিকায় ১৫ নম্বরে এখন বাংলাদেশ। আর মৃতের সংখ্যার দিক থেকে ২৯ নম্বরে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3lKp5hz
Post Come trough : নাচোল নিউজ