লক্ষ্মীপুর-মজু চৌধুরী হাট সড়ক সংস্কারে ব্যয় ৯৮ কোটি টাকা
সারাদেশ
লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুর-মজু চৌধুরী হাট সাড়ে ১০ কি.মি. জাতীয় মহাসড়কটি সড়ক ও সেতু মন্ত্রনালয়ের অনুমোদন পেলে ৯৮ কোটি টাকা কাজ শুরু হবে। সড়কটি সংস্কারের পাশাপাশি রাস্তা বর্ধিত করা হবে।
পূর্বে রাস্তার ছিল ১৮ ফুট বর্তমানে ৩৬ ফুট করার প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি দরপত্র মূল্যায়ন ও বাস্তবায়নের জন্য একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।
অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, সম্প্রতি টানা বর্ষণের কারণে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল সড়কের জেলার অংশ সাড়ে ১০ কি.মি. সড়কটি বিভিন্ন স্থানে খানা খন্দ সৃষ্টি হয়। বর্ষার কারণে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে গাড়ি চলাচলের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে দেশের দক্ষিণাঞ্চলের ১১ জেলার চলাচলকারী মানুষের চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়। পরে কর্তৃপক্ষের নির্দেশে সড়কটি সংস্কার ও বর্ধিত করণের বিষয়ে ৯৮ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে। দরপত্র প্রক্রিয়ার শেষে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সড়কটির সংস্কার ও মেরামত কাজ শুরু হবে।
পাশাপাশি ১৮ ফুট থেকে বাড়িয়ে ৩৬ ফুট রাস্তার প্রসস্থ করা হবে। এদিকে জেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-মজুচৌধুরী হাট সড়ক বর্ধিত করার জন্য রাস্তার ২ পাশের গাছগুলো অপসারণ করার জন্য সড়ক ও জনপদ অধিদপ্তরের পত্রের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে।
সম্প্রতি ওই সড়কের গাছ গুলো দরপত্রের মাধ্যমে বিক্রি করার জন্য বন বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এ ব্যাপারে সড়ক ও জনপদ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আমির খান জানান, লক্ষ্মীপুর-মজু চৌধুরী হাট সড়ক সংস্কার ও বর্ধিত করার বিষয়ে একটি প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে।
সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত জানান, দরপত্র মূল্যায়ন ও প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের প্রেরণ করা হয়েছে অনুমোদন পেলে শিগগিরিই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/3bjzIDl
Post Come trough : PURBOPOSHCIMBD