ভারতে একদিনে রেকর্ড ৮২ হাজার ৮৬০ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৬ জন। এদিকে বিশ্বে ২৪ ঘণ্টায় ৬ হাজার ২শর বেশি প্রাণহানি নিয়ে করোনায় মৃত ৮ লাখ ৬৭ হাজার ৩৪৬ জন। নতুন ২ লাখ ৮২ হাজার শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ১১১ জন।
বুধবার করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছে ১ হাজার ২১৮ জন। নতুন ৪৮ হাজার রোগী নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৪০ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১ জনের প্রাণ গেছে। নতুন করে ৪০ হাজার মানুষে মিলেছে ভাইরাস।
সংক্রমণের দ্বিতীয় ধাপের আশংকায় তুরস্ক। দ্বিতীয় ধাপের প্রকোপ ঠেকাতে ১৪ দিনের কোয়ারেন্টিনে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে আনছে চীন। জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য।
কয়েক মাস বন্ধ রাখার পর পয়লা অক্টোবর সীমান্ত ও আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে পেরু। করোনায় আক্রান্ত হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনিও।
Post Written by : Subrata
Original Post URL : https://ift.tt/3bn36IT
Post Come trough : নাচোল নিউজ