নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয় ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদকসেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান ৭ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন। পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্ব ডিএনসির সঙ্গীয় ফোর্স অভিযানগুলো বিভিন্ন এলাকায় চালায়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর এলাকার মো. গোলাম আযমের ছেলে মো. মুহাম্মদ আলী (১৯), নিমগাছী চাইপাড়া এলাকার তৌহিদুলের ছেলে মো. নিরব (২২), ধাপাপাড়ার খাইরুল ইসলামের ছেলে হুমায়ুন কবির (২৪), মিলকির মোড় এলাকার মোনায়েম ইসলামের ছেলে মো. মিলন (২৮), গণকার ওয়াজেদ আলীর ছেলে ইকবাল বারী (২৮), দুর্গাপুরের এনামুল হকের ছেলে মাসুম (২৬) ও নিমগাছী চাইপাড়ার রাকিবের ছেলে মো. সামিউল (১৯)।
শুক্রবার দুপুর ৩ টার দিকে আসামীদের মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিন মিয়া ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। আর সেলিমের বিরুদ্ধে মাদকের মামলা দেয়া হয়। কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2GxJVk9
Post Come trough : নাচোল নিউজ