প্রথমবারের মতো সিপিএলের ফাইনালে লুসিয়া
স্পোর্টস ডেস্কক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গায়ানাকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে সেইন্ট লুসিয়া।
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩৮ বল বাকি থাকতেই ৫৫ রানে অলআউট হয়েছে গায়ানা। জবাবে মাত্র ৪.৩ ওভার ব্যাটিং করেই জয়ের বন্দরে পৌঁছে গেছে সেইন্ট লুসিয়া।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতের দ্বিতীয় ম্যাচের ইনিংসের প্রথম ওভারে জোড়া আঘাত হানেন লুসিয়ার কিউই পেসার স্কট কুগলেইন, গায়ানার রানের খাতায় তখনও দেখা যাচ্ছিল বড়সড় এক শূন্য। শুরুর এই ধাক্কা আর সামলাতে পারেনি বর্তমান রানার্সআপরা।
দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন চন্দরপল হেমরাজ। এছাড়া নিকলাস পুরান ও ক্রিস গ্রিনের ব্যাট থেকে এসেছে ১১ রান। সেইন্ট লুসিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন স্কট কুগলেইন, রস্টোন চেজ, জহির হান ও মার্ক দেয়াল। এছাড়া মোহাম্মদ নাবী এবং জ্যাভেল গ্লেনের শিকার ১টি করে উইকেট।
এ রান তাড়ায় একদমই সময় নেননি সেইন্ট লুসিয়ার দুই ওপেনার মার্ক দেয়াল ও রাহকিম কর্নওয়াল। মাত্র ২৭ বলেই জিতে নেন ম্যাচ। কর্নওয়ালের ব্যাট থেকে আসে ২ চার ও ৩ ছয়ের মারে ১৭ বলে ৩২ রানের ইনিংস।
বল হাতে ২ উইকেট নেয়া দেয়াল ব্যাট হাতে ১০ বলে ১৯ রান করে জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার।
বৃহস্পতিবার সিপিএলের তিনবারের চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে লড়বে স্যামির দল।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/172787/প্রথমবারের-মতো-সিপিএলের-ফাইনালে-লুসিয়া
Post Come trough : PURBOPOSHCIMBD