২৯ সেপ্টেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে বসছে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আলোচনা হবে সীমান্ত হত্যা বন্ধ তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, বৈঠক অনলাইনে হবে তাই কোন সমঝোতা সই হবে না।
বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন-জেসিসির সবশেষ বৈঠক হয় দিল্লিতে।
গত বছরের ঐ বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন এ কে আব্দুল মোমেন ও ভারতের তখনকার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এতে মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সহায়তাসহ চারটি সমঝোতা সই হয়।
এবার করোনা পরিস্থিতিতে ষষ্ঠ বৈঠক ভার্চুয়ালি আয়োজন করছে ঢাকা। বৈঠকের প্রস্তুতি ও এজেন্ডা ঠিক করতে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেন ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।
তিনি আরো জানান, ভারতের ৮০০ কোটি ডলারের লাইন অফ ক্রেডিটের আওতায় নেয়া প্রকল্প বাস্তবায়নের ধীরগতি নিয়েও আলোচনা করবেন এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আলোচনায় আছে পানি বণ্টন ইস্যুও।
জেসিসির বৈঠকের পরই সিদ্ধান্ত পর্যালোচনা করতে দিল্লি সফর করবেন পররাষ্ট্র সচিব।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3homOp3
Post Come trough : নাচোল নিউজ