ফগ থেকে শুরু করে সিগনেচার, হেবা গোল্ড, কোবরা কিংবা ব্লু লেডি ব্র্যাণ্ড ছাড়াও দেশীয় সুগন্ধিও নকল তৈরী করে আসছিল প্রতিষ্ঠানটি। এছাড়াও সনি ব্রাভিয়া, এলজি ও স্যামসাংয়ের ইলেকট্রনিক্স পণ্যও নকল তৈরী হচ্ছিলো কারখানাটিতে। সেখান থেকে প্রায় শতাধিক কোটি টাকা মূল্যের নকল পণ্য উদ্ধার করা হয়েছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির মালিকসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কারখানায় র্যাব ৩, ও বিএসটিআই এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কারখানায় নকল পণ্য তৈরী হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএসটিআইয়ের সহায়তায় অভিযান চালানো হয়। সে সময় দেখা যায় দেশীয় ও বিদেশী সুগন্ধিসহ ইলেকট্রনিক্সের নকল পণ্যে কারখানা সয়লাব। ইলেকট্রনিক্স পণ্যগুলোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চায়নার তৈরী লেখা। কিন্তু পণ্যগুলো উৎপাদন হয়েছিল ওই কারখানাতেই। তাই প্রতিষ্ঠানের মালিক বেলায়েত হোসেনসহ সেখানে কর্মরত মাঈনুল ইসলাম, আমিনুল ইসলাম, মো. সোহাগ, মো. কাওসার, রাজিব সেরনিয়াবাত ও সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/359EoKZ
Post Come trough : নাচোল নিউজ