রাজধানীতে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ২
তারা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
নিজস্ব প্রতিবেদকবিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে রাজধানীর পল্টন থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
গ্রেপ্তার দুজনের নাম শহীদুল ইসলাম ও আমেনা বেগম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৩ থেকে জানানো হয়, গোপন সংবাদে এদিন বিকেল ৪টার দিকে পল্টনের হাবীব টাওয়ারে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে বিভিন্ন অফিসের নকল সিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছেন- তারা একটি সাপ্তাহিক পত্রিকা অফিস খুলে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আনসার, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, মুগদা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ পুলিশসহ ১০ টি সরকারি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে এক হাজার জনের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তারা সময়ের অপরাধ চক্র নামের সাপ্তাহিক পত্রিকার বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমেও ৫৭০ জনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করেন। কিন্ত প্রকৃতপক্ষে জেলা বা বিভাগীয় পর্যায়ে এই পত্রিকার কোন পদের অস্তিত্ব নেই।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2F1bKjR
Post Come trough : PURBOPOSHCIMBD