পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে আমদানিকারকদের সাথে বৈঠক
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমদানিকারকগণকে কৃতিম সংকট তৈরি দাম না বাড়ানোর আহবান জানানো হয় ও দাম নিয়ন্ত্রণে অভিযানের কথা জানানো হয়।
হিলি প্রতিনিধিদিনাজপুরের হিলিতে সংকট সৃষ্টি করে পেঁয়াজের মুল্য বৃদ্ধি রুখতে ও টিসিবিকে পেঁয়াজ সরবরাহ করতে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকদের সাথে বৈঠক করেছে উপজেলা প্রশাসন ও টিসিবি।
হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। হিলি স্থলবন্দরের বিভিন্ন পেঁয়াজ আমদানিকারকগন বৈঠকে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমদানিকারকগণকে কৃতিম সংকট তৈরি দাম না বাড়ানোর আহবান জানানো হয় ও দাম নিয়ন্ত্রণে অভিযানের কথা জানানো হয়। একইসাথে টিসিবি ৪শটন পেঁয়াজ কিনবে আগামী ১২ সেপ্টেম্বর সেই দরপত্রে যোগ দেওয়ার আহবান জানানো হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, টিসিবির রংপুর ময়মনসিংহ রিজিওনাল অফিসের ডেপুটি ডাইরেক্টর শফিকুল ইসলাম, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, আমদানিকারক বাবলুর রহমান, মোবারক হোসেন, শহিদ উদ্দিনসহ অনেকে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172789/পেঁয়াজের-মূল্যবৃদ্ধি-রুখতে-আমদানিকারকদের-সাথে-বৈঠক
Post Come trough : PURBOPOSHCIMBD