একদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। তার এ সফরে ঢাকা-বুদাপেস্ট একটি সমঝোতা স্মারক সই হবে। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পিটার সিজার্তো বৃহস্পতিবার বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেল পৌনে ৩টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে হবে বৈঠক।
এসময় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিকেল ৪ টায় দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন পিটার সিজার্তো। পরে সন্ধ্যায় তিনি ঢাকা ছেড়ে যাবেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2GNa9PJ
Post Come trough : নাচোল নিউজ