করোনায় ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্কবিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ২০ লাখে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেছেন, আন্তর্জাতিক পদক্ষেপ না নিলে মৃতের সংখ্যা বাড়তেই থাকবে। বিশেষ করে করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত। খবর বিবিসি।
চীনে করোনাভাইরাস (কোভিড-১৯) আবিষ্কার হওয়ার পর প্রায় নয় মাসে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছে উল্লেখ করে ডা. মাইক বলেন, আমরা যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করি তবে আপনি যে সংখ্যা সম্পর্কে কথা বলছেন তা কেবল কল্পনাযোগ্যই নয়, তবে দুর্ভাগ্যজনকভাবে এবং দু:খের বিষয় যে এটি অবশ্যম্ভাবী।
জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, চীনে করোনা শুরুর পর ৯ মাসে কোভিডে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৫ হাজারের বেশি।
মাইক রায়ান বলেন, ইউরোপিয়ানরা নিজেদের প্রশ্ন করুক যে লকডাউনের প্রয়োজনীয়তা এড়াতে তারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছিল কি না?
পরীক্ষা, রোগী শনাক্তকরণ, কোয়ারেন্টাইন, আইসোলেশন, সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোঁয়ার মতো বিকল্প পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়েছিল কি না তাও প্রশ্ন করেছেন এই কর্মকর্তা।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/174701/করোনায়-২০-লাখ-মানুষের-মৃত্যু-হতে-পারে:-ডব্লিউএইচও
Post Come trough : PURBOPOSHCIMBD