খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে: ব্যারিস্টার মাহবুব
রাজনীতি
নিজস্ব প্রতিবেদকসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। এ কথা জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, ম্যাডাম নিজে খেতে পারছেন না। তার বিদেশে চিকিৎসা নেওয়া প্রয়োজন। আশা করি, সরকার এ বিষয়ে আরো মানবিক হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ব্যারিস্টার মাহবুব।
তিনি বলেন, ম্যাডামের শরীরের অবস্থা ভালো না। দিন দিন অবনতির দিকে যাচ্ছে। হাঁটতে কষ্ট হচ্ছে। একা একা হাঁটতে পারেন না। কারো সাপোর্টে হাঁটতে হয়। তিনি খেতেও পারছেন না। এ অবস্থায় আশা করছি, সরকার স্বল্প সময়ের জন্য তাকে বিদেশে যেতে দেবে। বিদেশে যেতে পারবেন না এ শর্ত না দিলে ভালো হতো।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ করোনা সংকটের মধ্যে সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি পান কারাবন্দি খালেদা জিয়া। মুক্তির পর গুলশানে নিজ বাসা ফিরোজায় ওঠেন তিনি। গত ছয় মাস তিনি সেখানেই অবস্থান করছেন।
গত ৩ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে আরো ছয় মাস সাজা স্থগিত করেছে সরকার। ফলে আপাতত কারাগারে যেতে হচ্ছে না সাবেক এ প্রধানমন্ত্রীকে। তবে তার মুক্তিতে দু’টি শর্ত জুড়ে দিয়েছে সরকার। তাকে নিজ বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এ কারণে তিনি বিদেশে চিকিৎসা নিতে যেতে পারছেন না।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/174821/খালেদা-জিয়ার-শারীরিক-অবস্থার-আরো-অবনতি-হয়েছে:-ব্যারিস্টার-মাহবুব
Post Come trough : PURBOPOSHCIMBD