রাজধানীতে আজ তাপমাত্রা বাড়তে পারে
সকাল থেকেই রাজধানীতে জলমলে আবহাওয়া বিরাজ করছে।
নিজস্ব প্রতিবেদকসকাল থেকেই রাজধানীতে জলমলে আবহাওয়া বিরাজ করছে। রোদের উত্তাপও বেশ। আকাশে সাদা মেঘের ভেলা। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকায় আজ ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ দুপুর পর্যন্ত দেশের কোথাও ঝড়বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় নদীবন্দরে কোনো সতর্ক সংকেতও দেখাতে বলেনি আবহাওয়া অফিস।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/32VYXaM
Post Come trough : PURBOPOSHCIMBD