সাকিবের করোনা রিপোর্ট নেগেটিভ
দেশে ফিরে নিয়মানুযায়ী করোনা পরীক্ষা করিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
খেলা
স্পোর্টস ডেস্কদেশে ফিরে নিয়মানুযায়ী করোনা পরীক্ষা করিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সাকিবের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সাকিব করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি রিপোর্ট হাতে পেয়েছেন।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার বিমান ধরার আগেও সাকিব একবার করোনা পরীক্ষা করান। সেই ফলও নেগেটিভ আসে।
এদিকে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগে ৩৩ বছর বয়সী এই তারকা অলরাউন্ডারকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা হলো স্থগিত নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব।
সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফরে সাকিব ফিরবেন বলে তারা প্রত্যাশা করছেন।
পূর্বপশ্চিমবিডি/জেডআই
Post Written by :
Original Post URL : https://ift.tt/2QVsSu8
Post Come trough : PURBOPOSHCIMBD