বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৬৭ হাজারের বেশি
আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদকবিশ্বজুড়ে করোনাভাইরাসে ৮ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৩৪৭ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৫৩৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ২০৮ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬২ লাখ ৯০ হাজার ৭৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৬৪ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৯৯ জনের। আর আক্রান্ত হয়েছে ৪০ লাখ ১ হাজার ৪২২ জন। মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৪১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১০ হাজার ৯৫৭ জন।
এছাড়া এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় মৃতের সংখ্যা ৬৭ হাজার ৪৮৬ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার ৯৬৪ জন। ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে ৪১ হাজার ৫১৪ জনের মৃত্যু ও ৩ লাখ ৩৮ হাজার ৬৭৬ জন আক্রান্ত হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/32VPh0d
Post Come trough : PURBOPOSHCIMBD