আজ ৬ সেপ্টেম্বর ২০২০ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা ও শ্রদ্ধেয় জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক কর্তৃক সদর উপজেলার চকবাজার ও নিউমার্কেটে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিতে পেঁয়াজের খুচরা দোকানসমূহে দেখা যায় যে, বাজার দর গতকালের তুলনায় অনেক কম। প্রতিকেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি হতে দেখা যায় যা গতকাল ৫২-৫৪ টাকা ছিল। দাম বৃদ্ধি না করার জন্য পাইকারি-খুচরা ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। কসমেটিকস, চাল ও অন্যান্য নিত্য পণ্যের দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা এবং আমদানিকৃত বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য না থাকাসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ প্রযোজ্য সকল আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা পুলিশের ১টি টিম তদারকি কাজে সার্বিক সহযোগিতা করেন|
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/324Kkmt
Post Come trough : নাচোল নিউজ