করোনা থেকে সুস্থ ১ কোটি ৮১ লাখের বেশি মানুষ
এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ৪৩০ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৬৮ জন।
আন্তর্জাতিক ডেস্কবিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে এপর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৮১ লাখের বেশি মানুষ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্য বলছে, করোনা থেকে ১ কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৫৮৩ জন রোগী সুস্থ হয়েছেন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ৪৩০ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৬৮ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬২ লাখ ৫৩ হাজার ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৩৪ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৯৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৩৯ লাখ ৫০ হাজার ৯৩১ জন। মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৪১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।
এছাড়া এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় মৃতের সংখ্যা ৬৬ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জন। ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে ৪১ হাজার ৫০৪ জনের মৃত্যু ও ৩ লাখ ৩৭ হাজার ১৬৮ জন আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৫৮ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/32TF1FM
Post Come trough : PURBOPOSHCIMBD