করোনা নেগেটিভ হয়েও বগুড়ায় চিকিৎসকের মৃত্যু
বগুড়া প্রতিনিধিবগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী (৫৯) করোনা নেগেটিভ হয়েও মারা গেলেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, গত ২ আগস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। ৩ আগস্ট তিনি পজিটিভ হন। ৫ আগস্ট অসুস্থতা বেড়ে গেলে বগুড়া মেডিকেলে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়। সর্বশেষ অবস্থার অবনতি হলে ২২ আগস্ট তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। সেখানে চিকিত্সাধীন থাকা অবস্থায় ৮ সেপ্টেম্বর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি রংপুর মেডিক্যাল কলেজের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন।
বিএমএ বগুড়া শাখার সাধারণ সম্পাদক ডা. মো. রেজাউল আলম জুয়েল করোনাভাইরাসে ডা. নির্মলেন্দু চৌধুরী’র মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বিএমএ বগুড়া শাখার সদস্য ছিলেন।
এদিকে, তার মৃত্যুতে বিএমএ বগুড়া শাখার পক্ষে সভাপতি ডা. মো. মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক ডা. মো. রেজাউল আলম জুয়েল, সহ সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম ও ডা. আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ ডা. সামির হোসেন মিশু, যুগ্ম সম্পাদক ডা. মনিরুজ্জামান আশরাফ বিপুল গভীর শোক প্রকাশ করে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172780/করোনা-নেগেটিভ-হয়েও-বগুড়ায়-চিকিৎসকের-মৃত্যু
Post Come trough : PURBOPOSHCIMBD