ভারতে একদিনে ১ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটিতে মারা গেছেন ১ হাজার ২৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪৬০ জনে। এই সময়ে দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮ হাজার। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ হাজার ৮শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসে ৮ লাখ ৬০ হাজারের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। নতুন করে মোট আড়াই লাখ নিয়ে মোট শনাক্ত দুই কোটি ৫৮ লাখ ছাড়িয়েছে।
কয়েকদিন মৃতের হার কম থাকলেও মঙ্গলবার যুক্তরাষ্ট্রে করোনায় ১ হাজার ১৩৩ জন ও ব্রাজিলে ১ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে। দুই দেশেই ৪০ হাজারের বেশি নতুন রোগী মিলেছে। এদিকে, ৬ মাস পর ১২ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হবে হোয়াইট হাউস।
করোনার বিস্তার বাড়ায় কিউবার হাভানায় ১৫ দিনের লকডাউন জারি করা হয়েছে। করোনার বিস্তার রুখতে স্পেন, ইসরায়েল এবং রোমানিয়াসহ ৪৪ দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করছে পোল্যান্ড।
অস্ট্রেলিয়ায় মঙ্গলবার মারা গেছেন ৫ জন, নতুন করে ৯০ জনের দেহে মিলেছে করোনাভাইরাস।
দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩৫ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৩১৬ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২ জন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3gV52sV
Post Come trough : নাচোল নিউজ