যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত অর্ধকোটি ছাড়ালো
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রে লাগামহীন করোনাভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়ে গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী শনিবার (৮ আগস্ট) পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ১৪ হাজার ৩৩৯ জনে।
বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৬৬ বাসিন্দাদের একজন করে করোনায় সংক্রমিত বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে শনিবার মৃত্যুতে ১৬ লাখ ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। সেখানে করোনায় মোট প্রাণহানি ১৬ লাখ ২ হাজার ১০৫ জন। দেশে মোট সুস্থ মানুষের সংখ্যা ১ কোটি ৬৪ লাখ ৩ হাজার ১১৮ জন।
আক্রান্তের হিসাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া রাজ্য। পাঁচ লাখ ৫৫ হাজারের বেশি রোগী পাওয়া গেছে সেখানে। এছাড়া ফ্লোরিডা ও টেক্সাসেও আক্রান্তের সংখ্যা ৫ লাখ পেরিয়ে গেছে।
বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৫ লাখ ১১ হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন ৭ লাখ ২৫ হাজারের বেশি মানুষ।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3a6pzJu
Post Come trough : PURBOPOSHCIMBD