চট্টগ্রামে করোনায় মৃত্যু বাড়ছে, কমছে আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
সারাদেশ
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামে করোনায় আক্রান্তদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। কিন্তু নতুন করে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৮৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে চারজন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬১ জনে।
শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল শুক্রবার চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৬১ জন ও ২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪২ জনের নমুনা পরীক্ষায় নগরের ২১ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্ট পাইনি সিভিল সার্জন অফিস।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৯ জন ও উপজেলা পর্যায়ের ৪ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ২ জন ও উপজেলা পর্যায়ের ১৪ জন বাসিন্দার করোনা মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ৯ জন বাসিন্দার করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৫১ জনের নমুনা পরীক্ষায় নগরের ১০ জন ও উপজেলা পর্যায়ের ৩ জন বাসিন্দার করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষায় করোনা মিলেনি কারো।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২২ জনের মধ্যে আনোয়ারার ১, পটিয়ার ১, রাউজানের ৫, ফটিকছড়ির ৮, হাটহাজারীর ৫, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ১ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৩৮৭ জনের মধ্যে নগরের ১১ হাজার ৬২১ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৭৬৬ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২৬১ জনের মধ্যে নগরের ১৮২ জন ও উপজেলার ৭৯ জন বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৭ জন করোনা রোগী। এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ৩ হাজার ৮৬৬ জন করোনা রোগী।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3aL0aVS
Post Come trough : PURBOPOSHCIMBD