মহেশপুরে এক প্রাইভেট হাসপাতালে আরো এক প্রসুর্তির মৃত্যু, দুপুরে ক্লিনিক মালিকদের সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গোপন মিটিং।
মহেশপুর সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুরে ৩দিনের ব্যবধানে আবারো একটি ক্লিনিকে এক প্রসুর্তি মায়ের মৃত্যু হয়েছে।
জানাগেছে উপজেলার নেপার মোড়ে একতা ক্লিনিকে তিন দিন আগে লাবনী খাতুন নামের এক কিশোরী গৃহ বধুর সিজার অপরেশান করার সময় সে মারা যায়। তিন দিন পরে সোমবার সকালে নেপার মোড়ের মা ও শিশু হাসপাতালে মরিয়ম খাতুন(৩০) নামের আরো এক মাকে সিজার অপরেশান করার সময় বাচ্চাটি বেচেঁ গেলেও অপারেশন টেবিলেই তিনি মারা যায় বলে অভিযোগ উঠেছে । মরিয়ম বাঘাডাঙ্গা গ্রামের জিনজিরা পাড়ার ছিকতার হোসেনের স্ত্রী ।
রুগীর আত্মীয় মামুন জানান, ১০ আগস্ট রোববার রাতে তার বোনের পোসাব বেদনা উঠলে নেপার মোড়ের মা ও শিশু হাসপতালে নিয়ে গেলে ডাক্তার সোহেল রানা তাকে দুই বার অপরেশান করে। পরে সকালে মরিয়ম মারা যায়।
মা ও শিশু ক্লিনিকের মালিক নাজমুল হুদা মনু জানান, রুগিটি রাতে ভর্তি করি পরে সিজার করার সময় কিডনি ফেল করে। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। সকালে তার অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে সে মারা যায়।
এদিকে সকালে রুগীর মৃত্যু হলেও দুপুরে ক্লিনিক মালিকদের সাথে সীমা ক্লিনিকের ৩য় তলায় মিটিং এ বসে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা।
এলাকাবাসীর প্রশ্ন হাসপাতালে মিটিং করার জন্য হলরুম থাকলেও কি কারণে তিনি ক্লিনিক মালিক সমিতির নেতাদের সাথে মালিকদের রুমে বসে মিটিং করেন। প্রকৃত পক্ষে তিনি কি চান ?
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরার কাছে প্রসুর্তির মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে তিনি জানান আপনার কাছে কেবল শুনলাম। এবিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মিটিংএর ব্যাপারে জানতে চাইলে তিনি জানান , আমি সরকারী নির্দেশনা দেখাতে সেখানে গিয়েছিলাম । আমি বলেছি ডাক্তার ও ক্লিনিকের আনুসাঙ্গিক না থাকলে ক্লিনিক চালাতে দেব না।
এদিকে একটি সূত্র জানিয়েছে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এনেসথেসিয়া ডাক্তার না থাকলে রুগি অপরেশান করা যাবে না । মিটিং শেষ না হতেই ভৈরবা বাজারের সিহাব প্রাইভেট হাসপাতালে এনেসথেসিয়া ডাক্তার ছাড়ায় জনৈক আনিছুর রহমান ও মোসারেফ নামের এক ডাক্তার দিয়ে অপরেশান করে যাচ্ছে। ।
Post Written by : Subrata
Original Post URL : https://ift.tt/31ClXLv
Post Come trough : Nachole News | নাচোল নিউজ