২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০৪ করোনা রোগী শনাক্ত
চট্টগ্রাম প্রতিনিধিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১০৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৬৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে একজন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৮৩ জন ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ২১ জন ও উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবের ৭৬ জনের নমুনা পরীক্ষায় করোনা মিলেনি কারোর।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩০ জন ও উপজেলা পর্যায়ের ৫ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জন ও উপজেলা পর্যায়ের ১০ জন বাসিন্দার করোনা মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জন বাসিন্দার করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ জন ও উপজেলা পর্যায়ের ৩ জন বাসিন্দার করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষায় উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২০ জনের মধ্যে পটিয়ার ১, বোয়ালখালীর ১, রাউজানের ৪, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ৭, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ২ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৮৬৬ জনের মধ্যে নগরের ১১ হাজার ৯৯৫ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৮৭১ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২৬৮ জনের মধ্যে নগরের ১৮৭ জন ও উপজেলার ৮১ জন বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কতজন করোনা রোগী সুস্থ হয়েছে তার তথ্য জানায়নি সিভিল সার্জন অফিস। এখন চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ১২ হাজার ১১৫ জন করোনা রোগী। তারমধ্যে হাসপাতালে সুস্থ হয়েছে ২ হাজার ৭১৬ জন এবং বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৯ হাজার ৩০৬ জন করোনা রোগী।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/34Hhj20
Post Come trough : PURBOPOSHCIMBD