এটি বিশেষ কোনো নিয়োগ নয়: নওফেল
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব বিলকিস বেগম সাক্ষরিত এক অফিস আদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন দেওয়া হয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে।
সারাদেশ
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (২৩ আগস্ট) নিজের ফেসবুক পেইজের মাধ্যমে নওফেল এই প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পেইজে নওফেল লিখেছেন, নীতিমালা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে নিয়ম অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি থাকেন। সে হিসেবে স্বাস্থ্য মন্ত্রনালয় একটি আদেশ জারি করেছে।
“আমাকে অনেকে অভিনন্দন জানিয়েছেন, বিনয়ের সাথে বলছি এটি কোনো বিশেষ নিয়োগ বা দায়িত্ব নয়, ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে এটি স্থানীয় সংসদ সদস্যের নিয়মিত অংশগ্রহণ, আগে যেহেতু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি সদ্য সাবেক মেয়র সেখানে ছিলেন, সেটি পরিবর্তনের প্রয়োজন হয়নি।”
অনেক সংবাদ মাধ্যম প্রতিক্রিয়া, পরিকল্পনা, ইত্যাদি জানতে চাইছেন উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী লিখেন, ‘ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব সীমিত এবং নির্ধারিত, তাই এই আদেশ একটি নিয়মিত দায়িত্ব পালনের অংশ। আমার পুরনো কিছু ফুলেল শুভেচ্ছার ছবি পোস্ট করছেন অনেকে, যেন মনে হচ্ছে এই দায়িত্ব নিয়ে আমি অভিনন্দন শুভেচ্ছা নিচ্ছি।’
শোকের মাস আগস্টে অতি উৎসাহী হয়ে পুরোনো ফুলেল ছবির ছড়াছড়ি, অভিনন্দন দেয়া নেয়া, এসব না করতে অনুরোধ জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি ফেসবুকে আরও লিখেছেন, ‘এই দায়িত্ব বিশেষ কোনো নিয়োগ নয়, নিয়মিত প্রক্রিয়া। কিছুদিন আগেও একটি পুরোনো ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অপ্রয়োজনীয় আলোচনার সূচনা হয়েছিলো, দয়া করে এ ধরনের ছবি নির্ভর আলোচনাও না করার অনুরোধ রইলো।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব বিলকিস বেগম সাক্ষরিত এক অফিস আদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন দেওয়া হয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে।
এর আগে প্রায় চার বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। সাধারণত মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে স্থানীয় সংসদ সদস্য দায়িত্ব পালন করেন।
তবে চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সম্মতিতে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে এই দায়িত্ব দেয়া হয় ২০১৬ সালে। পরে ২০১৮ সালের ডিসেম্বরে তার মেয়াদ বাড়ানো হয়।
আরো পড়ুন:
বিশ্বে করোনায় মৃত্যু আট লাখ ১১ হাজারের বেশি
আজ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে
ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ হামলার রায় আজ
করোনার চিকিৎসায় প্লাজমার অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
এবার পর্যটকদের জন্য খুলছে খাগড়াছড়ি
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3j721at
Post Come trough : PURBOPOSHCIMBD