চ্যাম্পিয়ন্স লিগ থেকে খালি হাতেই ফিরলো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটিকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে লিঁও। টানা ৩য়বারের মতো কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় সিটির।
এবারো হলো না ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়ন্স লিগ থেকে খালি হাতেই ফিরতে হলো সিটিজেনদের। ওদের বিদায় করে দিয়ে সেমিফাইনালে অলিম্পিক লিওঁ। লিসবনে শেষ কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জিতেছে ফ্রেঞ্চ ক্লাবটা।
আমি স্বপ্ন দেখতে ভালবাসি। কল্পনা করি, ওই ট্রফিটা হাতে নিয়ে ছবি তুলছি! গ্যাব্রিয়েল জেসুসের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল নিজের এমন মিসে। অথচ চার বছর আগে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে খেলা সিটিজেনদেরই এবার শিরোপার দাবিদার ধরে বাজি রেখেছিল অনেকে। কিন্তু বাস্তবে ইংলিশ ফুটবলে রাজত্ব করা গার্দিওলার দলটা ইউরোপে পায়ের নিচে মাটি খুঁজছে এখনো।
লিসবনে ম্যাচের শুরুটা সাদামাটা। প্রাণ ফেরে ২৪ মিনিটে লিওর গোলে। গার্সিয়ার ট্যাকলে শট নিতে পারেননি একাম্বি। কিন্তু বল পেয়ে জাল ঠিকই খুজে নিয়েছেন করনেট। গোল হজমের পর প্রথমার্ধের বাকিটা সময় লিওঁ-কে চেপে ধরে সিটি। কিন্তু পারেনি সমতা টানতে।
বিরতির পর ৬৯ মিনিটে ডেড লক ভাঙ্গতে পারে গার্দিওলার দল। স্টার্লিংয়ের বাড়িয়ে দেওয়া বলটাকে প্লেসিং শটে জালে পাঠান ডি ব্রুইনে। গোল পেয়ে জয়ের নেশায় মরিয়া সিটি। ৭৭ মিনিটে জেসুজের এই মিসের খেসারত দু মিনিটের মাঝেই দিয়েছে তারা। দেম্বেলের গোলে আবারো এগিয়ে যায় লিও।
স্টার্লিংয়ের মোক্ষম সুযোগ মিসে মাটিতে বসে পড়া ছাড়া আর কিই বা করার ছিল গার্দিওলার! এর ৪০ সেকেন্ডের মাথায় তৃতীয় গোল লিওর। এবারের দায় এডারসনের। দেম্বেলের পায়ে বল তুলে দেন তিনিই।
বুধবার রাতে লিওর ফাইনালে যাবার লড়াই। বার্সাকে গোল বন্যায় ভাসিয়ে নেয়া বায়ার্নকে রুখে আরেকটা রুপকথার গল্প লিখতেই পারে এই দলটা।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2PWJdyi
Post Come trough : Nachole News | নাচোল নিউজ