কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় বিক্রয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারা বাংলাদেশে অভিযান পরিচালিত হয়।
কোরবানির পশুর চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোঃ জাফর উদ্দীন এর পরামর্শ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর হাজারীবাগ ট্যানারি শিল্প এলাকা , মোহাম্মদপুর এবং সাভারের ট্যানারি শিল্প নগরী এলাকায় এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান ।
তদারকিকালে লবণযুক্ত চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ, পণ্যের মূল্য তালিকা এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত ও অননুমোদিত রং ফ্লেবার ব্যবহারের অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চামড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট সকল অংশীজনকে আহবান জানান।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে ও সরকারি নির্দেশনা প্রতিপালন পূর্বক নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয় করতে অনুরোধ করেন তিনি।।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2XOiesY
Post Come trough : Nachole News | নাচোল নিউজ