দেশের ১৭টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে
নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকদেশের ১৭টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া একই সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আরো পড়ুন:
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের
করোনায় এ যেন এক স্বপ্নের প্রেম কাহিনি!
সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল
এক ছড়া কলা বিক্রি হলো ৫ হাজার টাকায়
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3aDyWAL
Post Come trough : PURBOPOSHCIMBD